প্রকাশিত: Tue, Jul 18, 2023 11:13 PM
আপডেট: Mon, May 12, 2025 8:44 PM

[১]এই সরকার অসৎ ব্যবসায়ীদের: মির্জা ফখরুল [২]শুধু পদযাত্রা নয়, এটা আমাদের বিজয় যাত্রা

শাহানুজ্জামান টিটু:  [৩] রাজধানীর গাবতলীতে সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনই পদত্যাগ করতে হবে।

[৪] সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা গণতন্ত্রকে আজকে কবরে পাঠিয়েছেন। নির্বাচনব্যবস্থাকে শেষ করে দিয়েছেন।

[৫] ব্যবসায়ীদের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে পাঁচ ঘণ্টা সময় ধরে আলাপ করেছেন। যারা জিনিসপত্র, বিদ্যুতের দাম বাড়ায়, হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে বাড়ি বানিয়েছে । ঘৃণা জানাই এই সরকারকে।

[৬] মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে  গাবতলীর খালেক ফিলিং স্টেশনের এই সমাবেশ থেকে মির্জা  ফখরুল আরো বলেন, আবারো পরিষ্কার করে বলছি অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। কারণ গতকাল ঢাকায় একটি নির্বাচনের তামাশা দেখেছি।

[৭] তিনি বলেন, ওই নির্বাচনে আওয়ামী লীগের থিংক ট্যাংকের হেভিওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোন ভোটার নাই। হিরো আলম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় তার সঙ্গে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দিতে হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। 

[৮] মির্জা ফখরুল বলেন, এই সমস্ত তামাশা করে আর কোন লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না।

[৯] সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু দেশের ৯৯  ভাগ ব্যবসায়ী এই সরকারকে ক্ষমতায় চায় না। 

[১০] স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকার বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, প্রশাসন ধ্বংস করেছে। 

পদযাত্রা শেষ পয়েন্ট রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

[১১] সমাপনী বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমার পরিস্কার ভোট চাই, কারোর চোখ রাঙানিতে ভয় পাই না। আমরা রাজপথে নেমেছে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আর আপনারা নেমেছেন লুটপুটে খাওয়ার জন্য। 

[১২] সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফার পদযাত্রা শুরু হয় বেলা সোয়া ১১ টার দিকে গাবতলী থেকে। বিকেল ৪টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা থাকলে তা নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি বিএনপি। কারণ হিসেবে জানা গেছে, গাবতলি থেকে আসা পদযাত্রার মিছিলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় ১৪ কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হয়নি। 

[১৩] অন্য দিকে সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬ রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে পদযাত্রা কর্মসূচি পালন করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব